176901

গুলশান থানায় খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরোয়ানা!

জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা রাজধানীর শুলশান থানায় পৌঁছেছে বলে জানা গেছে। আজ রবিবার সন্ধ্যার পর ওই পরোয়ানা গুলশান থানায় পৌছে দিয়েছে আদালতে কর্মরত পুলিশের প্রসিকিউশন বিভাগ।

সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারিকৃত পরোয়ানা পাওয়া এবং গুলশান থানায় তা পৌছে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে ঢাকার নিম্ন আদালতের প্রসিকিশন পুলিশের প্রধান ডিসি প্রসিকিশন আনিসুর রহমান। আজ রাত সোয়া ৮টার দিকে মোবাইল ফোনে তিনি জানান, সন্ধ্যার পর তারা পরোয়ানা পাওয়ার পর গুলশান থানায় পৌছে দিয়েছেন।

তবে পরোয়ানা গুলশান থানায় পৌছায়নি বলে জানিয়েছেন গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ।
এর আগে রবিবার সন্ধ্যার পর সিএমএম আদালতের ডিসি প্রসিকিশনের কার্যালয়ে পরোয়ানা দুইটি পৌছে দেয় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের প্রসেসারবার আরিফ হোসেন।

এরও আগে গত বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান বর্তমানে বিদেশে অবস্থানরত খালেদা জিয়ার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।
মামলাটি দুইটিতে দীর্ঘদিন সাবেক এ প্রধানমস্ত্রী আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমকে বিলম্বিত করার অভিযোগে ওই পরোয়ানা জারি করে আদালত। একই মামলায় ওইদিন আসামি মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একইদিন যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার একটি মানহানির মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম মো. নুর নবী। ওই পরোয়ানাটি বৃহস্পতিবার আদালত থেকে ডেসপাস শাখায় পাঠানো হলেও থানায় পৌছানো হয়েছে কি না তা জানা যায়নি।
উল্লেখিত ৩টি মামলার পরোয়ানা ছাড়াও গত ১০ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বছর আগে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বিএনপির এ নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ad

পাঠকের মতামত