176829

এবার বাবা-মেয়ে এক ছবিতে

বিধু বিনোদ চোপড়ার ছবিতে স্টার হচ্ছেন অনিল কাপুর ও তাঁর মেয়ে সোনম কাপুর। ছবির নাম ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’।

এর আগে ‘নাইনটিন ফর্টি টু : এ লাভ স্টোরি’ ছবিতে বিধু বিনোদ চোপড়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন অনিল।

ছবি নিয়ে বিধু বিনোদ জানিয়েছেন, ছবিটি তাঁদের কাছে একটি বড় প্রোজেক্ট। অনিল কাপুরকে দেখা যাবে ছবিতে। অনিলের মেয়ে সোনমও থাকছেন।

এখন যদিও সঞ্জয় দত্তর বায়োপিক নিয়ে ব্যস্ত বিধু বিনোদ। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে সঞ্জয় দত্তর চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে।

ad

পাঠকের মতামত