176661

শ্বশুর যখন সিনেমায় নায়ক!

কিছুদিন আগেই তাদের বিয়ে নিয়ে বেশ আলোচনা হয়েছে সামাজিক যোগযোগমাধ্যমে। দক্ষিণী নায়িকা সামন্থা রুথ প্রভু ও নায়ক নাগা চৈতন্যর স্বপ্নের মত হওয়া বিয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের পর পরই আর চার পাঁচজন নারীর মতো নিজের নামের পদবীও পরিবর্তন করে নেন দক্ষিণী অভিনেত্রী সামন্থা রুথ প্রভু। শ্বশুড়ের পদবী অনুসারে নাম রেখেছেন, সামান্থা আকিয়েন্নি

এবার সেই নববধূর জন্য এল আরেকটি মধুর খবর । নব বিবাহিত এই নায়িকাকে দেখা যাবে, সম্পর্কে তার শ্বশুর মশাইয়ের সঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধতে। শ্বশুর মশাই অর্থাৎ দক্ষিণী তারকা নাগার্জুন আকিয়েন্নি। নাগার্জুন-সামান্থা অভিনীত এই তেলুগু ছবি ‘ রাজু গারি গধী ২’ আজ শুক্রবার রুপালী পর্দায় মুক্তি পেয়েছে।

ছবিতে দুটি ভিন্ন চরিত্রে রয়েছেন সামান্থা। ভূতের ভূমিকায় দেখা যাওয়ার পাশাপাশি আর একজন আইনজীবীর ভূমিকাতেও তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। শ্বশুর পুত্রবধূর রসায়ন পর্দায় কেমন জমে ওঠে সেটাই দেখতে অপেক্ষায় আছে সিনেমা প্রেমীরা।

ad

পাঠকের মতামত