176727

বিষয়টি চূড়ান্ত হয়নি: অপু

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন অপু বিশ্বাস- গণমাধ্যমের এমন খবরে বিব্রতবোধ করছেন অপু। বেশ কিছু ছবির বিষয়ে কথা হলেও কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি। তবে খুব তাড়াতাড়ি ছবির খবর জানাবেন বলে জানিয়েছেন অপু।

অপু বলেন, “আমি মা হওয়ার সময় প্রায় দেড় বছর দূরে ছিলাম। যেহেতু আমার সন্তান হয়েছে তাই শরীরের ওজনও বেড়েছে। তবে আমি নিয়মিত জিম করে নিজেকে তৈরি করছি। এরই মধ্যে আটকে থাকা ছবির শুটিংগুলো শেষ করছি। ‘পাংকু জামাই’ ছবির শুটিং এরই মধ্যে শেষ করেছি। বাকি কাজগুলোও খুব তাড়াতাড়ি শেষ করব।’

আর নতুন ছবি শুরু করার জন্য আমাকে আরো কিছুদিন সময় নিতে হবে জানিয়ে অপু বলেন, ‘নিজের ওজন কমিয়ে আগের মতোই কাজে ফিরব। এরই মধ্যে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। গল্প শুনছি, প্রজেক্ট বুঝার চেষ্টা করছি। তবে এখনো কোনো ছবিতে আমি চুক্তিবদ্ধ হইনি। অপূর্ব রানার সঙ্গে আমার একটি ছবির বিষয়ে কথা হয়েছে। তবে তাঁর সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়নি। এমন আরো বেশ কয়েকজনের সঙ্গেই কথা হয়েছে।’

‘আমাদের সঙ্গে কথা না বলে কে কেন নিউজ করল আমি তা বুঝতে পারছি না। বিষয়টি আমাকে বিব্রত করেছে। আমি সবাইকে অনুরোধ করব, আমার সঙ্গে কথা না বলে এমন নিউজ করবেন না। এতে আমার দর্শক প্রতারিত হবেন।’

অপূর্ব রানা বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না। আমি কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলিনি অপু বিশ্বাসের সঙ্গে ছবির বিষয়ে। আমি মনে করি এমন নিউজ করা থেকে বিরত থাকা উচিত। সবচেয়ে বড় বিষয় গণমাধ্যমে যাঁরা কাজ করেন, তাঁরা আমাদের অনেক কাছের মানুষ। প্রায় প্রতিদিনই আমাদের দেখা হয়, কথা হয়। তবে আমার সঙ্গে কথা না বলে কেন এমন নিউজ হলো তা আমি বুঝতে পারছি না।’ উৎস: এনটিভি অনলাইন

ad

পাঠকের মতামত