প্রধান বিচারপতির বিরুদ্ধে অর্থপাচারসহ ১১ অভিযোগ
প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে নৈতিক স্খলন ও অর্থ পাচারের ১১ অভিযোগ থাকায় তার সঙ্গে এক বেঞ্চে বসতে চাননি অন্য বিচারপতিরা, এ কারণে তিনি ছুটিতে যান।
গতকাল শুক্রবার রাতে বিদেশে যাওয়ার আগে প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখ্যান করে আজ শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া বিবৃতিকে বিভ্রান্তিমূলকও বলা হয়।
সিনহার বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতিসহ সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ তুলে ধরেন রাষ্ট্রপতি। এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান করা হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ্উৎস : দৈনিক আমাদের সময়।