চমকে গেলের অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক : গত বুধবার ছিল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন। এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউড শাসন করেছেন তিনি। নিজের পরিবারের পাশাপাশি কাছের বন্ধুদের সাথে জন্মদিনটি পালন করেন এই নায়িকা।
নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের রাজধানীর নিকেতনের বাসায় জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন নাচের সংগঠন নৃত্যভূমির সদস্যরা।
বন্ধুদের এমন আয়োজনে অপু আনন্দে আত্মহারা হয়েছেন। অপুর ছবি সম্বলিত জন্মদিনের কেকদেখে অনেক খুশি হয়েছের তিনি। জন্মদিনে অপু বিশ্বাসকে বিশেষ গেট উপহার দেয়া হয়। বন্ধুদের কাছ থেকে জন্মদিনে এমন চমক পেয়ে সত্যিই আনন্দিত অপু।
বগুড়ার মেয়ে অপুর জন্মদিন ১১ অক্টোবর। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসের ঘরে জন্ম তার। জন্মদিনে তেমন কোনো আয়োজন নেই অপুর। অনেকটা ঘরোয়াভাবেই এবারের জন্মদিন পালন করছেন তিনি।
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন ব্যবসা সফল সিনেমা। সিনেমার মতো বাস্তব জীবনেও সংসার পেতেছেন এ তারকা দম্পতি। তাদের ঘরে রয়েছেন ফুটফুটে সন্তান আব্রাহাম খান জয়।
জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় অপু বিশ্বাস বলেন, ‘শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। জন্মদিনটা ঘটা করে পালন করছি না। কয়েকদিন আগেই তো জয়ের জন্মদিন সবাইকে নিয়ে পালন করেছি। এখন আর আমার নিজের বলে কিছুই নেই, সব সন্তানকে ঘিরে। আজকের এই দিনে আমার সন্তান ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।’