একটু বেশিই কষ্ট করতে হচ্ছে আমাকে: শাকিব খান
ঢাকাই কিং শাকিব খান। বর্তমানে তিনি ভারতের হায়দ্রাবাদে ‘চালবাজ’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার নায়িকা ওপার বাংলার শুভশ্রী। ছবিটি যৌথ ভাবে পরিচালনা করছেন বাংলাদেশের অন্যন্য মামুন ও কলকাতার জয়দীপ মুখার্জি।
যৌথ প্রযোজনা ও দেশীয় দুই ঘরানার ছবিতেই অভিনয় করছেন শাকিব খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের জন্য কাজ করে যাচ্ছি। নিজেদের অবস্থান ধরে রাখতে আমাকে একটু বেশিই কষ্ট করতে হচ্ছে। কারণ আমি যেমন দেশের ছবিতে কাজ করছি তেমনি যৌথ প্রযোজনার ছবিতেও কাজ করছি।’
তিনি আরো বলেন, ‘আমি আমাদের দেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতে চেষ্টা করছি। কারণ যৌথ প্রযোজনার এই ছবি যখন বিশ্বব্যপি মুক্তি পাবে তখন সবাই দেখতে পাবেন ছবিতে প্রধান ভুমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান। সবাই দোয়া করবেন,আমি যেন দেশের মান ধরে রাখতে পারি।’
প্রসঙ্গত, আগামী নভেম্বরে ঢাকায় ‘চালবাজ’ এর শুটিং হওয়ার কথা রয়েছে। শাকিবের পাশাপাশি সেখানেও অংশ নিবেন শুভশ্রী। চলতি মাসের ৩১ তারিখ ঢাকায় ফেরার কথা রয়েছে।