অক্টোবরের শেষে ঢাকায় চালবাজ করবেন শাকিব -শুভশ্রী
শাকিব খান বর্তমানে ব্যস্ত আছেন ‘চালবাজ’ নিয়ে। লন্ডন অংশে শেষে ছবিটির শুটিং এখন চলছে ভারতের হায়দরাবাদে। ভারত অংশ শেষ করে শুরু হবে বাংলাদেশ অংশ।
শাকিব খান জানালেন ৩১ অক্টোবর থেকে ঢাকায় ছবিটির শেষ অংশের শুটিং হবে।
শাকিব খান বলেন, ’৩০ অক্টোবর ভারতে আমাদের শুটিং শেষ হবে। ওইদিন আমি দেশে ফিরব। সাথে থাকবেন শুভশ্রী।’
‘চালবাজ’-এর গল্প অনেক সুন্দর জানিয়ে শাকিব খান বলেন, “সিনেমা হল বাঁচাতে হলে আমাদের ভাল ছবি দরকার। ‘চালবাজ’ হবে ভালো ছবির শ্রেষ্ঠ উদাহরণ।”
ছবিতে শুভশ্রীর অভিনয় প্রসঙ্গে শাকিব বলেন, এর আগে জুটি বেঁধে ‘নবাব’ ছবিতে অভিনয় করেছি আমরা। ব্যাপক ব্যবসা করেছে ছবিটি। শুধু দেশে নয়, কলকাতার দর্শকও আমাদের ভালোভাবে গ্রহণ করেছেন। ‘নবাব’ ছবিটি এখনো অনেক হলে চলছে। ‘চালবাজ’ আমাদের দ্বিতীয় ছবি। আশা করছি, এ ছবিটিও সবার ভালো লাগবে।’
শাকিব খান ও শুভশ্রী ছাড়াও ‘চালবাজ’ ছবিতে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয়সহ অনেকে।
‘চালবাজ’ যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার জয়দীপ মুখার্জি। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ।