176568

৩ টাকার ডিম বেচা বন্ধ, ক্ষুব্ধ ক্রেতারা

চাহিদার তুলনায় আনা হয়েছে কম- এমন কারণ দেখিয়ে সৃষ্ট প্রচণ্ড বিশৃঙ্খলার কারণে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৩ টাকা পিস ডিম বিতরণ কর্মসূচি স্থগিত করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়াম আঙিনায় মাইকিং করে আয়োজকদের একজন এ তথ্য জানান ডিম নিতে আগতদের উদ্দেশে।

এসময় ভূয়া-ভূয়া, ডিম চাই-ডিম চাই ইত্যাদি স্লোগানসহ নানা অশালীন ও আক্রমণাত্মক স্লোগানে চারদিক প্রকম্পিত হয়ে উঠে। ঘোষণাকারীর চারপাশে ছিলেন ডিম ক্রয়ে ইচ্ছুক হাজারো সাধারণ মানুষ।

ঘোষক আরও বলেন, খুব শীঘ্রই তারিখ নির্ধারণ করে ঢাকার বিভিন্ন স্পটে্এই মূল্যে ডিম বিক্রি করা হবে পর্যাপ্ত পরিমাণে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা বুঝতে পারিনি, আমাদের ডাকে আপনারা এভাবে সাড়া দেবেন। ডিম যা ছিল তাতে সংকট সৃষ্টি হয়েছে।

সরেজমিনে জানা যায়, এই সংকটের কথা পরষ্পর পরষ্পর থেকে শুনে শুক্রবার সকাল ৮টা থেকে অপেক্ষারত হাজারো সাধারণ মানুষের মধ্যে মারাত্মক ক্ষোভ দেখা দেয়।

ঘোষণা অনুযায়ী- সকাল প্রায় ১০টা থেকেই ডিম বিক্রি শুরু করা হয় কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়াম আঙিনায়।

পাঁচটি কাউন্টারের মাধ্যমে প্রায় আধঘণ্টা বিক্রি হবার পরই দেখা দেয় বিশৃঙ্খলা। এসময় পুলিশ শৃঙ্খলা বজায় রাখতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে বিতরণ স্থল ভাংচুরের শিকার হয়। অনেকে ক্ষোভে হাতে থাকা ডিমের ট্রে, বালতি আছড়ে ভেঙে ফেলেন, কেউবা ডিম মাটিতে নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে খামার বাড়ি সংলগ্ন লেনে যান চলাচল বন্ধ করতে বাধ্য হয় পুলিশ।

ডিম বিক্রি বন্ধের কথা ঘোষণার সময় ঘোষক আরও বলছিলেন, সুশৃঙ্খলভাবে যার যার বাসায় চলে যেতে। তখন সাধারণ মানুষ আরও উত্তেজিত হয়ে অশালীন কথাবার্তায় মুখর হয়ে উঠে। পুলিশের হস্তক্ষেপে কিছু মানুষ চলে গেলেও নাছোড়বান্দা হয়ে বহু মানুষ অবস্থান নিয়ে রেখেছে শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্তও।

বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সতর্কাবস্থানে আছে। যে কোনো ধরণের বিশৃঙ্খলা এড়ানোর পদক্ষেপ গ্রহণ করে ফেলেছে।

যে প্যান্ডেলের নিচ থেকে ডিম বিক্রি করা হচ্ছিল, বিশৃঙ্খলা চলাকালে সেখানে অন্তত : ৫০০ ডিম ছিল বলে আয়োজকদের একজন জানিয়েছেন আমাদের সময় ডটকমকে। কিন্তু বিশৃঙ্খলার কারণে প্রায় ১০০ ডিম খাওয়ার অযোগ্য হয়ে পড়ে, ভেঙে যায় এসব।
তিনি যখন আমাদের সময় ডটকমকে এসব বলছিলেন, তখন সেসব ডিম প্রহারায় ছিলেন বিপুল সংখ্যক পুলিশ। অন্যদিকে, বিতরণ স্থলের বিভিন্নদিকে ভাঙা ডিম, বাঁশ, ডিমের ট্রেসহ নানান কিছু ভাঙা পড়ে থাকতে দেখা যায়।

ad

পাঠকের মতামত