176635

প্রেমিকের বয়স ৫১, প্রেমিকার ১৮ : অতঃপর অসম প্রেমের..

৫১ বছর বয়সি সুপারমডেল এবং অভিনেতা মিলিন্দ সোমান গিয়েছিলেন অ্যামাজন ইন্ডিয়া ফ্যাশন উইকের ২০১৮ এর স্প্রিং-সামার এডিশনে। সেখানে তার সঙ্গী ছিলেন বান্ধবী অষ্টাদশী অঙ্কিতা কোঁয়ার।

তাদের প্রেম দেখলে বোঝা যায়, দুই অসমবয়স্ক মানুষের মধ্যেও প্রেম কতটা অটুট থাকতে পারে। সত্যিকারের ভালবাসার ক্ষেত্রে বয়স যে কোনও বাধা নয়, সেকথা বলাই বাহুল্য। এর আগেও নিজের এই তরুণ বান্ধবীর পোস্ট একাধিকবার ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মিলিন্দ।

ফ্যাশন উইক থেকে সেই ছবি শেয়ার করে মিলিন্দের ক্যাপশন ফটো অফ দ্য ডে। অঙ্কিতা পেশায় একজন এয়ারহোস্টেস ছিলেন। বর্তমানে ম্যারাথনার হয়ে গিয়েছেন। গত বছর অক্টোবর থেকে তাঁরা প্রেম করছেন।

এখন তারা একত্রে বসবাস করছেন। তবে তারা বিয়ে করেছেন কিনা? এমন কোন তথ্য পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত