কাজ পেতে অভিনেত্রীরা নিজের ইচ্ছায় বিছানায় যায় : ভৈরবী
বলিউডে কাস্টিং কাউচের আলোচনা নতুন কিছু নয়। শোনা যায়, নতুন অভিনেত্রীদের কাজ দেওয়ার জন্য তাদের সঙ্গে যৌনতা করে পরিচালক বা প্রযোজকরা।
এতে কেউ রাজি হয়, কেউ হয় না। এনিয়ে প্রযোজক বা পরিচালকদের নামে নানা কথা রটে। তবে প্রযোজক বা পরিচালকদের দিকে নয়, সরাসরি অভিনেত্রীদের দিকে অভিযোগের আঙুল তুললেন অভিনেত্রী ভৈরবী গোস্বামী। বললেন, নিজের ইচ্ছেয় কাজ পেতে যৌনতার জন্য বিছানায় যায় অভিনেত্রীরা।
পরশু টুইটবার্তায় ভৈরবী লিখেছেন, কাজ পাওয়ার জন্য প্রথমে স্বেচ্ছায় যৌনতা করে অভিনেত্রীরা। বছর দশেক পরে তারাই ভোল বদলায়। যার সঙ্গে যৌনতা করেছিল তার বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ আনে। ভৈরবীর এই টুইটটি সামনে আসার পর মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেউ কেউ বলেছেন, সবার ক্ষেত্রে এমনটা হয় না।
আবার কারোর বক্তব্য, একেবারেই ঠিক বলেছেন ভৈরবী। তাঁর ভক্ত অনুসারীদের উত্তরও দিয়েছেন অভিনেত্রী। বলেছেন, পৃথিবীর সব সিনে ইন্ডাস্ট্রিতেই এটা সত্যি। সবার ক্ষেত্রে এটা হয় তা নয়। তবে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার জমি শক্ত করতে এই পথ বেছে নেন অভিনেত্রীরা।
২০০৭ সালে ভেজা ফ্রাই ছবিতে বলিউডে ডেবিউ করেন ভৈরবী। ছটি ছবিতে কাজ করেছেন। করেন মডেলিংও। থিয়েটার অভিনেতা হিসেবে জনপ্রিয়তা রয়েছে এই অভিনেত্রীর।
২০০৭ সালে ভেজা ফ্রাই ছবিতে বলিউডে অভিষেক করেন ভৈরবী। ছটি ছবিতে কাজ করেছেন। করেন মডেলিংও। থিয়েটার অভিনেতা হিসেবে জনপ্রিয়তা রয়েছে এই অভিনেত্রীর।