176596

এক লাখ এক দিনে

বহুল আলোচিত ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ডেঞ্জারম্যান খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজলের বিপরীতে রয়েছেন মৌসুমী।

ছবির আরো একটি জুটি হলেন বিদ্যা সিনহা মিম ও বাপ্পী চৌধুরী। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবির ‘মন জানে তুই’ গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে একদিন আগে। আর একদিনেই গানটি এক লাখ ভিউ পেরুলো। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান।
আর গানটিতে পারফর্ম করেছেন বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। একদিনেই এ গানটি ইউটিউবে উপভোগ করেছেন এক লাখেরও বেশি শ্রোতা-দর্শক।

এ ব্যাপারে ইমরান বলেন, আসলে ভালো গান হলে যে মানুষ সেটা শোনে ‘মন জানে তুই’ গানটি তার প্রমাণ। প্রকাশের একদিন হলেও গানটি থেকে দুর্দান্ত সাড়া পাচ্ছি। ফেসবুক ইনবক্সে ও ফোনে গানটির জন্য অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে গানটি শ্রোতারা আরো বেশি পছন্দ করবেন।

কনা বলেন, ইমরানের সঙ্গে আমার করা গানগুলো দর্শক আগেও পছন্দ করেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। একদিনেই এ গানটি থেকে অনেক শ্রোতা-দর্শকদের ভালোবাসা পেয়েছি। আমি আনন্দিত।
‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি আসছে ২০ অক্টোবর মুক্তি পাবে।

ad

পাঠকের মতামত