176448

শাকিব খানের নতুন নায়িকা কে এই তানহা মৌমাছি

শাকিব খানের নতুন নায়িকা হিসেবে নাম লেখালেন তরুণ অভিনেত্রী তানহা মৌমাছি। শাকিবের বিপরীতে ‘মামলা হামলা ঝামেলা’ ছবিতে তিনি অভিনয় করতে যাচ্ছেন।

আগামী ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।
আজ বুধবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সাথে চুক্তি সাক্ষর করেছেন তানহা। সাক্ষরের একটি কপি তিনি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেছেন।

তানহা মৌমাছি কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, আজ সন্ধ্যায় ছবিটিতে অভিনয়ের বিষয়ে সাইন করেছি। শিগগির ছবিটির জাকজমকপূর্ণ মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। ছবিতে আমার বিদ্যা সিনহা মিম ও আমি শাকিবের বিপরীতে অভিনয় করবো।

তানহা বলেন, আমার আর মিমের সমান সমান অভিনয়। দুজনই ফিফটি ফিফটি।

এছাড়া আমি দুইটা গানে থাকছি আর মিম আপুও দুইটা গানে থাকছে। এছাড়াও একটি আইটেম গানে সানি লিওনকে নেওয়ার কথা চলছে।
চিত্রনায়িকা তানহা মৌমাছির প্রথম চলচ্চিত্র রয়েল খানের ‘যে গল্পে ভালোবাসা নেই। ‘ তবে তিনি রুপালি পর্দায় অভিষিক্ত হন ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

ad

পাঠকের মতামত