176523

যেভাবে নার্স বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি, অবাক হবেন (ভিডিও)


মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক ব্যক্তি তার নার্স গার্লফেন্ডকে বিয়ের প্রস্তাব দিতে অভিনব উপায়ের আশ্রয় নেন। থমাস সিয়ানসিয়া নামে সে ব্যক্তি নিজেও একজন নার্স।

তার বান্ধবীও নার্স হিসেবে নিকটবর্তী লরেন ট্রুলিতে কাজ করেন।
বান্ধবীর ব্যস্ততা এত বেশি ছিল যে, তিনি তাকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়ার সময়ই পাচ্ছিলেন না। কিন্তু সময় বয়ে যাচ্ছে, প্রস্তাব দেওয়ার একটি উপায় তো বের করতেই হবে।

শেষ পর্যন্ত অভিনব এক উপায়ের সন্ধান পেলেন তিনি। বান্ধবী নার্স। আর তাই তিনি অসুস্থ হওয়ার অভিনয় করার পরিকল্পনা করলেন তার বন্ধুদের সহায়তায়।

জরুরি বিভাগের নার্স হিসেবে কর্মরত ছিলেন তার বান্ধবী। ফলে বিষয়টি অনেক সহজ হয়ে গেল। সহকর্মীদের সহায়তায় তিনি অসুস্থতার অভিনয় করলেন।

বললেন, চীনাবাদাম খেয়ে তার মারাত্মক অ্যালার্জি হয়েছে।
এরপর তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় স্ট্রেচারে করে। সেখানে গিয়ে যখন তিনি বান্ধবীর দেখা পান তখনই অসুস্থতার বেশ ছেড়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন।

এ ঘটনার ভিডিও ধারণ করেছে তার বন্ধুরা। ভিডিওটি দেখুন নিচে-

ad

পাঠকের মতামত