প্রথম ছবির শুটিং নিয়ে যা বললেন সিয়াম
‘পোড়ামন ২’ ছবি দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করলেন সিয়াম। বর্তমানে ছবিটির শুটিংয়ে মেহেরপুর জেলায় রয়েছেন তিনি। প্রথম চলচ্চিত্রের শুটিং নিয়ে একটি অনলাইন গণমাধ্যমকে মুঠোফোনে সিয়াম বলেন, ‘গতকাল বৃষ্টি ছিল। শুটিংয়ে ব্যাঘাত ঘটেছে। বাকি সবকিছুই ঠিক আছে। সিনিয়র শিল্পী আনোয়ারা দাদি, বাপ্পারাজ ভাইয়া, ফজলুর রহমান বাবু ভাইয়া, নাদের চৌধুরী ভাইয়া সবাই মিলে শুটিং করছি। উনাদের কাছ থেকে অনেক সাজেশন পাচ্ছি। দারুণ এক অভিজ্ঞতা। চলতি মাস ভর এখানে শুটিং করবো।’
তিনি বলেন, ‘নাটকের শুটিং ছোট পরিসরে হয়, সময় কম লাগে। সেখানে অনেক তাড়াহুড়ো থাকে। আর সিনেমার জন্য যথেষ্ট সময় হাতে থাকে। সেজন্য বেশি গুছিয়ে কাজ করা যায়, অ্যারেঞ্জমেন্ট বেশি থাকে। শান্তি লাগছে কাজ করে। ‘পোড়ামন ২’ কাজটি ভালোভাবে শেষ করার জন্য আমাদের টিমের সবাই কাজ খুব পরিশ্রম করছেন। সবাই নিজেদের সেরা কাজটা উপহার দিচ্ছেন। সবাই ভীষণ ডেটিকেটেড।’
ছবিতে সিয়ামের নায়িকা পূজা। দুজনেই বড়পর্দায় জুটি হিসেবে নবীন। পূজাকে টেনে সিয়াম বলেন, ‘সে তো অনেক মেধাবী শিল্পী। নিজেদের ক্যামিস্ট্রি ফুটিয়ে তোলার জন্য আমরা আগেই রিহার্সেল করেছি। যার জন্য কাজ করতে আরো বেশি সুবিধা হচ্ছে। মোটকথা দর্শকদের জন্য ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করে যাচ্ছি। ‘পোড়ামন ২’ ছবিটি দর্শকের মন ভরাবে।’