176546

পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখার বিপরীতে নায়করাজের ছেলে সম্রাট

পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিপরীতে অভিনয় করতে চলেছেন নায়ক সম্রাট। ‘নীলাঞ্জনা’ নামের চলচ্চিত্রে দেখা যাবে তাদের। রেড ফক্স এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন শিকদার শাফিন।

‘নীলাঞ্জনা’ চলচ্চিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নায়করাজ রাজ্জাকের কনিষ্ঠ সন্তান চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাট। এ বিষয়ে তিনি বলেন, গল্প নিয়ে পরিচালক আমার কাছে এসেছিলেন। আমার ভালো লেগেছে। তাই সম্মতি জানিয়েছি। অসম সম্পর্কের আর্ট ঘরাণার গল্পে নির্মাণ হবে ছবিটি।

পরিচালক শিকদার শাফিন বলেন,সম্রাট ভাই নিশ্চিত করেছেন অভিনয়ের বিষয়। কোলকাতার শ্রীলেখা মিত্রও নিশ্চিত।

এটি পুরোটাই বাংলাদেশি প্রযোজনার ছবি। নিয়ম মেনে ওয়ার্ক পারমিট নিয়ে দেশের বাইরে শিল্পীরা অভিনয় করবেন। আগামী ১৫, ১৬ অক্টোবর তারিখে ঢাকায় গান রেকর্ড হবে। আশা করি ডিসেম্বরে ক্যামেরা ওপেন করতে পারব।

ad

পাঠকের মতামত