চিত্রনায়িকা অপু বিশ্বাস কী করলেন জন্মদিনে!
আজ ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। তবে তিনি বিশেষ দিনেও জন্মদিনের কোনো অনুষ্ঠান আয়োজন করেননি। গত বছরও জন্মদিনে অপু ছিলেন আড়ালে।
ছেলে জন্মদিনের জমকালো অনুষ্ঠান করলেও নিজের জন্মদিনটি অন্যদিনের মতোই কাটাচ্ছেন বলে সূত্রে জানা যায়।
বিভিন্ন সূত্রে জানা যায়, আজ ১১ অক্টোবর বাংলাদেশে চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসে জন্মদিন। এবার তিনি ঘরের মধ্যেই জন্মদিনটি পালন করছে। জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করেননি। তিনি সারাদিন বাসাতেই কাঁটিয়েছেন। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বাসার মধ্যে জন্মদিনটি পালন করছে।
সন্ধ্যার সময় বাহির হওয়া তার কথা রয়েছে বলে জানা যায়। তবে কোথায় যাবেন তা জানান যায়নি। ঢাকা বাহিরে যাবেন এটা নিশ্চিত করেছে সূত্রটি। এখনও পর্যন্ত তার স্বামী শাকিব খান জন্মদিনের উইশ করেননি।
শাকিব খানের পরিবারের অন্য সদস্য অপু বিশ্বাসের শ্বশুরবাড়ি থেকে আপনাকে কেউ জন্মদিনে উইশ তো দূরের কথা খোজ খবরও নেননি বলে জানান সূত্রটি।