অপুর নতুন সিনেমায় ‘বড় ছেলে’র নায়ক কে?
যুগল নির্মাতা অপূর্ব-রানার হাত ধরে নতুন সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস। তবে অপু বিশ্বাস এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাইছেন না।
ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, ‘শিগগিরই নতুন সিনেমায় অভিনয়ের খবর জানাব। সবকিছু চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেব’।
তবে অন্য একটি সূত্র জানিয়েছে, অপূর্ব-রানার নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস।
এই বিষয়ে যোগাযোগ করা হলে নির্মাতা অপূর্ব পুরোপুরি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
নির্মাতা অপূর্ব বলেন, অপু বিশ্বাসকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছি। সিনেমার নাম হবে ‘বড় ছেলে’। এতে অপুর বিপরীতে নায়ক হিসেবে থাকবেন শাহরিয়াজ। তবে ছবির নাম এবং শিল্পীদের বিষয়ে চূড়ান্ত হলেই বিস্তারিত জানানো হবে।
অপু বিশ্বাসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে কিনা জানতে চাইলে অপূর্ব বলেন, এই বিষয়টি রানা বলতে পারবে। আমি ঢাকার বাইরে আছি। অপুর সঙ্গে চুক্তি চূড়ান্ত করার জন্য রানাকে দায়িত্ব দেয়া হয়েছে।
নির্মাতা রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে অপূর্ব-রানার ঘণিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে, সিনেমার ব্যাপারে এখনো অপু বিশ্বাসের সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি।
সূত্র: আরটিভি অনলাইন