সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মিলিত হতো প্রতি রাতে
‘খুব তাড়াতাড়িই তোমায় বিয়ে করব’, এই প্রতিশ্রুতি দিয়েই দিনের পর দিন যুবতীকে (প্রচার অযোগ্য শব্দ)। হোটেলে নিয়ে গিয়েও যুবতীর সঙ্গে (প্রচার অযোগ্য শব্দ) করে ওই যুবক। কিন্তু যুবতী বিয়ের কথা বললেই সে সম্পর্কে অস্বীকার করে।
একদিন যুবতীকে হোটেলে একা রেখে পালিয়েই যায় অভিযুক্ত যুবক। ভারতের সিমলার চিড়গাঁও এলাকার ঘটনা। সিমলার চিড়গাঁও থানায় রামপুরের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্ভ্রম নষ্ট করার অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা যুবতী। যুবতীর বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
যুবতী তার বয়ানে জানিয়েছে, একটি অনুষ্ঠানে যুবকের সঙ্গে পরিচয় হয় তার। এরপরেই যুবতীকে রামপুরের একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে যুবতীকে (প্রচার অযোগ্য শব্দ) করে বলে অভিযোগ। বিয়ের কথা বললেই অভিযুক্ত যুবক রেগে যেত বলে অভিযোগ।
একদিন রামপুরে যুবতীকে একা ফেলে রেখে সে পালিয়ে যায়। এরপরেই নিজের বাড়ি পৌঁছে বাড়ির লোকেদের ঘটনার কথা জানায় যুবতী। ফোনেও যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যুবতী। কিন্তু যুবক তার ফোনের উত্তর দেয়নি। এরপরেই শুক্রবার রাতে চিড়গাঁও থানায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
নির্যাতিতা তরুণী জানিয়েছেন, প্রতি রাতে জোর করে সে আমার সঙ্গে মিলিত হতে চাইত সে। এই বিষয়ে বারন করলেও কোনও কথা অভিযুক্ত যুবক শুনত না বলে অভিযোগ নির্যাতিতা তরুণীর।