প্রেমের টানে প্রেমিকের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী
প্রেমের টানে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে প্রবাসীর স্ত্রী। সিরাজগঞ্জের বেলকুচিতে গত সোমবার (৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ব্রাক্ষণ বাড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে সিঙ্গাপুর প্রবাসী সেলিম রেজার সাথে ৪ বছর পূর্বে সিরাজগঞ্জ সদর উপজেলার সর্দার পাড়া মহল্লার আলমগীর হোসেনের মেয়ে অনামিকা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে অভাব অনটনের কারণে প্রায় ৩ বছর পূর্বে জীবিকার তাগিদে সেলিম রেজা বিদেশ যায়। স্বামীর অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী অনামিকা খাতুন একই শহরের হোসেনপুর মহল্লার রাসেল আহম্মেদের সাথে পরকীয়ায় জড়িয়ে পরে। পরকীয়ার জেরে স্বামীর পাঠানো টাকা ইচ্ছেমত খরচসহ প্রেমিক রাসেল আহম্মেদকে দিত।
গত সোমবার শহরের সর্দারপাড়া মহল্লার বাবার বাড়ি থেকে অনামিকা খাতুন কলেজ যাবার কথা বলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পরকীয়া প্রেমিক রাসেলের সাথে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে প্রবাসী সেলিম রেজার পিতা আব্দুস সালাম সরকার বেলকুচি থানা একটি অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে অনামিকার বাবা আলমগীর হোসেন বলেন, আমার মেয়ে বাড়িতে নেই তবে কোথায় আছে কার কাছে আছে সে বিয়য়ে আমি অবগত না।
পরকীয়া প্রেমিক রাসেল আহম্মেদ বলেন,অনামিকা এখন আমার স্ত্রী। সে তার আগের স্বামীকে ডির্ভোস দিয়েছে। অনামিকাকে আমি বিয়ে করে সংসার করছি। সে আরো বলে, অনামিকার আগের স্বামী বিদেশ যাবার পর থেকে তার কোন খোঁজ খবর নিত না, অনামিকার কোন খরচ সে দিত না। তাই সেলিম রেজাকে ডির্ভোস দিয়ে অনামিকা আমাকে বিয়ে করেছে।