176363

জন্মদিনে স্বামীর কাছে অপুর চাওয়া…

ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন আজ। তার কোলে ফুটফুটে আব্রাম খান জয়, তাই প্রায় ২০ মাস অভিনয় থেকে দূরে ছিলেন। সম্প্রতি আবার রুপালি জগতে ফিরলেন এই মিষ্টি মেয়ে।জন্মদিনে তিনি স্বামী সুপারস্টার শাকিব খানের কাছে কি চান..

শাকিব খান আর জয়ের সান্নিধ্যে?
জীবনটা যখন স্পেশাল হয়ে উঠবে তখনই স্বপ্নগুলো মধুময় মনে হবে। এখন কাজের ভিড়ে মনটাকে ব্যস্ত রাখতে চাই। [অঝোরে কান্না]।

এই দুঃখবোধ কিসের?
[কাঁদতে কাঁদতে] বললামতো, আমার যত দুঃখ সবই আমার একান্ত ব্যক্তিগত। এত কষ্ট নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমার জন্মদিনে বিধাতার কাছে একটিই শুধু প্রার্থনা, আমাকে তুলে নিন [আবারও অঝোরে কান্না]।

জন্মদিনে শাকিবের কাছ থেকে প্রত্যাশা?
ওর কাছে আমার একটিই চাওয়া, আমাদের সন্তান আব্রাম জয়কে সে যেন ভালোভাবে দেখে রাখে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলে…..[কান্নার শব্দ, কিছু পরে নিজেকে সামলে নিয়ে অপু বলেন, আজ আর কিছু বলতে পারব না, দয়া করে আমাকে ক্ষমা করবেন।]

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।।

ad

পাঠকের মতামত