176392

ছেলেকে কি বানাতে চান অভিনেত্রী শাবনূর, অবাক হয়ে যাবেন জানলে 


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শাবনূর। এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা এখন পুরোদস্তুর সংসারী।স্বামী-সন্তান নিয়ে তার দিন কাটে আদর্শ বাঙালি নারীর মতোই ঘরোয়া ভাবনায়।জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের ছেলে আইজান নেহানের বয়স এখন দুই বছর।

ছেলেকে নিয়ে শাবনূর স্বপ্ন দেখছেন, বড় হয়ে দেশসেরা ক্রিকেটার হবে আইজান।এ বিষয়ে শাবনূর জানান, অভিনেতা, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নয় ছেলেকে তিনি ক্রিকেটারই বানাতে চান। শাবনূর বলেন, ‘সবাই চায় তার সন্তান ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক কিন্তু আমি তেমনটা চাইনা। আমার ইচ্ছা আইজানকে আমি ক্রিকেটার হিসেবে তৈরি করবো।’ তিনি আরো বলেন, ‘আইজান এখন বেশ বড় হয়েছে। সে খেলতে চায়।ক্রিকেটের প্রতি তার অাগ্রহ বাড়াতে আমরা তার খেলার জন্য কয়েকটি ব্যাট ও বল কিনে দিয়েছি।

সে ওইসব নিয়েই এখন খেলে।’তবে শাবনূরের স্বামী অনিক চান ছেলে বড় হয়ে নামকরা ডাক্তার হোক। শাবনূর বলেন, ‘আমি আইজানকে ক্রিকেটার বানাতে চাইলেও তার বাবা এটা চায় না।সে চায় আইজান ভালো ডাক্তার হোক। কিন্তু আমি ওকে ক্রিকেটার হিসেবেই দেখতে চাই।’তবে শাবনূর ভক্তদের জন্য সুখবর হলো আবারো তিনি বড় পর্দায় ফিরতে চাইছেন। সে লক্ষে নিজেকে প্রস্তুত করছেন তিনি। কমিয়ে আনছেন শরীরের ওজন।

শাবনূর এখন কোথায়?
কয়েক দিন আগে দেশে আসেন দেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। ১১ মাস পর গত ফেব্রুয়ারির ১১ তারিখ ঢাকায় এসেছিলেন অভিনেত্রী শাবনূর। কিন্তু এখন তিনি কোথায়? তার স্বামী বলছেন দেশেই আছেন এদিকে তার বাবা বলছেন অস্ট্রেলিয়ায়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর বাবা শাহজাহান চৌধুরী জানান, বৃহস্পতিবার (৯ মার্চ) জরুরি প্রয়োজনে শাবনূর অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন। শাবনূর যখন ঢাকায় এসেছিল, তখন বলেছিল এবার কয়েক মাস ঢাকায় থাকবে। কিন্তু অস্ট্রেলিয়ায় হঠাৎ করে জরুরি কিছু কাজ পড়ে যাওয়ায় তাড়াতাড়ি চলে যেতে হয়েছে তাকে।জানা গেছে, শাবনূরের একমাত্র সন্তান আইজানের শরীরটা ভালো যাচ্ছিল না। তার চিকিৎসা এবং ব্যক্তিগত কিছু কাজে এ যাত্রায় ঢাকা ছেড়েছেন একসময়ের লাস্যময়ী শাবনূর। কিন্তু শাবনূরের স্বামী অনিক বিষয়টি অস্বীকার করে বলেছেন, শাবনূর দেশেই আছেন।

তিনি অস্ট্রেলিয়া যাননি।অনিক বলেন, ‘সামান্য জ্বরের কারণে ছেলেকে চিকিৎসা করতে অস্ট্রেলিয়া যাওয়ার কোনো কারণ দেখছি না। সে অস্ট্রেলিয়া যায়নি। ঢাকাতেই আছে। একটি ছবির শুটিংয়ের প্ল্যান চলছে। সেটা শেষ করেই অস্ট্রেলিয়া যাবে।’এ বিষয়ে শাবনূরের মোবাইলে ফোন দিলে রিং হলেও তিনি রিসিভ করেননি।

দু’পরিবার থেকে দুই ধরনের বক্তব্যে বেশ কিছুটা গরমিল রয়েছে। বক্তব্যের অসামঞ্জস্যতা থেকেই বিষয়টি স্পষ্ট, স্বামীর সঙ্গে মোটেও বনিবনা হচ্ছে না এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের এ রোমান্টিক নায়িকার।কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, অনিকের সঙ্গে বিচ্ছেদ ঘটছে শাবনূরের।

তাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না। তখন বিষয়টি গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন শাবনূর। তিনি বলেছিলেন, ‘আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। ছেলে আইয়ান ও স্বামী অনিককে নিয়ে বেশ সুখেই সংসার করছি আমরা।’

ad

পাঠকের মতামত