176348

কথা রাখলেন অপু কিন্তু কথা দিলেন না শাকিব খান


ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস এক সঙ্গে অভিনয় করেছেন ৭০ টিরও অধিক ছবিতে। এই জুটি বাস্তব জীবনেও জুটি বেধেছেন। কয়েক বছর আগে গোপনে ভালোবেসে বিয়ে করেছেন তারা। ইতোমধ্যেই তাদের ঘর আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। একমাত্র ছেলের জন্মের খবর প্রকাশ করা নিয়ে শাকিব ও অপুর মধ্যে সৃষ্টি হয়েছে দুরত্ব। তারা এখন আলাদা বাসায় থাকছেন।

এই জুটি অভিনীত বেশ কয়েকটি ছবি রয়েছে নির্মাণাধীন। কবে এসব ছবির শুটিং শেষ হবে সেটা এখনো বলতে পারছেন না এসব ছবির নির্মাতারা। একজন শিডিউল দিলে অন্য জন দিতে নারাজ। কয়েকদিন আগে এই জুটির নির্মাণাধীন একটি ছবির শুটিংয়ে হাজির হয়েছেন অপু বিশ্বাস। আব্দুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিটির মাধ্যমে বিরতি ভেঙে চলচ্চিত্রের ক্যামেরার সামনে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। শুটিংয়ে ফিরে অপু ঘোষণা দিয়েছেন তার নির্মাণাধীন যেসব ছবির কাজ বাকি রয়েছে সেগুলোর কাজ শেষ করবেন তিনি। অপুর এই কথার সত্যতা মিলেছে তার ঘনিষ্ট একজন ব্যক্তির কাছ থেকে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেছেন, ‘কয়েকদিনের মধ্যে মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং ছবির সেটে হাজির হবেন অপু। এরইমধ্যে নির্মাতাকে তিনি শিডিউল দিয়েছেন।’

এ বিষয়ে জানতে মনতাজুর রহমান আকবরের সঙ্গে থেকে যোগাযোগ করলে তিনি বলছেন ভিন্ন কথা। আকবর বলেন, ‘এখনও ছবিটির কাজ কবে শুরু করবেন সেটা বলতে পারছি না। কারণ আমার ছবির জন্য দুইজনকেই প্রয়োজন। একজন শিডিউল দিলেইতো কাজ শুরু করতে পারছি না। অপু কাজে ফিরেছে। তার কাছে শিডিউলের জন্য গেলে হয়তো সে দেবে, কিন্তু শাকিবকেও দিতে হবে। কয়েকদিন আগে কথা হয়েছে শাকিবের সঙ্গে। শিডিউলের ব্যপারে তিনি কিছুই বলেননি। কবে শিডিউল দেবেন সেটা জানতে চাইলে সে অন্য প্রসঙ্গে কথা বলেছেন। কিন্তু শিডিউল দেবেন কিনা সেটা জানাননি।’

উল্লেখ্য, কিং খান এখন ব্যস্ত রয়েছেন উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিংয়ে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। অন্যদিকে অপু বিশ্বাস দীর্ঘদিন পর আবারো শুটিংয়ে ফিরেছেন। অভিনয় করছেন আব্দুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিতে। এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।

ad

পাঠকের মতামত