176302

এভ্রিলের অনুরোধ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিয়ের তথ্য গোপনের অভিযোগে চ্যাম্পিয়নের মুকুট হারান জান্নাতুল নাঈম এভ্রিল। এই নিয়ে বিতর্ক ও আলোচনার কমতি ছিল না। যদিও এভ্রিলের দাবি, সেটি ছিল তার বাল্যবিবাহ। তার ভাষ্যমতে মাত্র ১৬ বছর বয়সে জোর করে তাকে বিয়ে দেয়া হয়। আর এ কারণে তখনই বাল্যবিবাহ নিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি। নিজের ঘোষণা অনুযায়ী কাজও শুরু করেছেন এভ্রিল। এরই মধ্যে তিনি গঠন করেছেন এভ্রিল ফাউন্ডেশন। এর মাধ্যমেই বাল্যবিবাহ নিয়ে কাজ করবেন তিনি।

ফেসবুকে এ ফাউন্ডেশনের নামে একটি পেজও খুলেছেন। সেখানের এরই মধ্যে লাইক পড়েছে সাত হাজারেরও বেশি। ফেসবুকের মাধ্যমে সবাইকে এভ্রিল ফাউন্ডেশনের কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি। জানা গেছে, ফান্ড গঠনের পর সারা দেশে নারী ভলান্টিয়ারদের মাধ্যমে বাল্য বিবাহরোধে কাজ করবেন এভ্রিল। এরই মধ্যে ফেসবুকে এ ফাউন্ডেশনে ডোনেট করার জন্য একটি ডিজিটাল ফরমও পোস্ট করেছেন তিনি। যে কেউ ইচ্ছে করলে এখানে সহজ উপায়ে ইচ্ছেমতো অর্থ ডোনেট করতে পারবেন।

এদিকে নিজের আয়ের ৭০ ভাগ এ ফাউন্ডেশনে দেবেন বলেও জানিয়েছেন এভ্রিল। তিনি এখন এ ফাউন্ডেশনের কাজ নিয়েই মূলত ব্যস্ত সময় পার করছেন। আর মিডিয়ার কাজের কি খবর? এভ্রিল উত্তরে বলেন, আমার মূল কাজ হলো এ ফাউন্ডেশনের মাধ্যমে বাল্য বিবাহরোধে কাজ করা। অসহায় মেয়েদের পাশে দাঁড়ানো। আর মিডিয়ার কাজতো হবেই।

এরই মধ্যে চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে নায়িকা হওয়ার প্রস্তাব করেছে। তবে আমি এক মাস বিশ্রামে থাকতে চাই। কারণ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার সময় আমার ওপর দিয়ে অনেক ঝড় গেছে। একটু রিল্যাক্স হতে চাই। আর তারপরই সিদ্ধান্ত নেবো চলচ্চিত্রের কাজের ব্যাপারে। আমি বড় পর্দায় কাজের বিষয়ে বেশ সিরিয়াস। দেখা যাক কি হয়।

ad

পাঠকের মতামত