176345

অবাক! কে এই নারী ৩৭ বছর বয়সে ৩৮ সন্তানের জননী

সন্তানের মা হওয়া প্রত্যেক নারীর কাছেই এক সৌভাগ্যের ব্যাপার। এক জীবনকে ধরিত্রে নিয়ে আসার মতো ক্ষমতা নারীর শরীরেই থাকে। কিন্তু উগান্ডার মারিয়ামের গল্প শুনলে হতবাক হয়ে যাবেন আপনি৷ মারিয়ামের বয়স ৩৭। আর তাঁর সন্তানের সংখ্যা ৩৮! ভাবছেন এ আবার কীভাবে সম্ভব হল? হ্যাঁ, এরকমই অবাক করার ঘটনা ঘটিয়েছেন মারিয়াম।

১২ বছর বয়সে বিয়ে হয় মারিয়ামের। আর বিয়ের এক বছর পরেই প্রথম সন্তানের মা হন মারিয়াম। তবে ৩৮ বছরে মারিয়াম ৬ বার যমজ, ৪ বার তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। আর প্রায় প্রত্যেক বছরই একটি করে সন্তান জন্ম দিয়েছেন মারিয়াম।

জানা যায় যে, মারিয়ামের বাবা নানা মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কের থেকে ৪৪ টি সন্তানের জন্ম দিয়েছিল।

ad

পাঠকের মতামত