অপু বিশ্বাস নাচলেন, মন জয় করলেন (ভিডিও)
সিনেমায় ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ফিরেছেনও। গতকাল এফিডিসিতে নাচতে দেখা গেল তাকে। তাও আবার শিল্পী সমিতির সামনের সুসজ্জিত বাউন্ডারির ভিতর। এ সময় তার সঙ্গে পারফর্ম করতে দেখা গেছে কিংবন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। দুইজনকেই বেশ কোমর দুলিয়েই নাচতে দেখা গেছে।
তবে নতুন কোন ছবি নয় এটি। অসমাপ্ত ছবি ‘পাংকু জামাই’-এর শুটিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ালেন অপু। গতকাল শনিবার থেকে এফডিসিতে শুরু হয়েছে আবদুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’ ছবির শেষাংশের শুটিং। ছবিটির একটি গানের শুটিংয়ের জন্যই নাচতে দেখা গেল অপুকে।
ছবিটির বেশিরভাগ শুটিংই আগে সম্পন্ন করা হয়েছে। সন্তান ধারণের কারণে কয়েকটি দৃশ্য ও দুটি গানের শুটিং করতে পারেননি অপু। এখন সে দৃশ্যগুলো শুটি করছেন। গতকাল দৃশ্যগুলোর শুটিংয়ের মাধ্যমে ছবির বাকি কাজ শেষ করছেন তিনি।
দীর্ঘদিন পর আবারও সিনেমার শুটিংয়ে ফেরা প্রসঙ্গে অপু বলেন, ‘আমি সিনেমারই মানুষ। তাই এ মাধ্যম থেকে দুরে থাকাটা খুব কষ্টের। পাংকু জামাই ছবির কাজ আগেই শেষ করার কথা ছিল। কিন্তু আব্রামের জন্য বিশ্রামে যেতে হয়েছিল। এখন নিজেকে ফিট করে আবারও কাজ শুরু করলাম। হাতে থাকা অসমাপ্ত ছবিগুলোর কাজ শেষ করব আগে। তারপর নতুন ছবি নিয়ে ভাবব।’
প্রসঙ্গত, এ ছবিতে শাকিব খানও অভিনয় করছেন। তবে গান ছাড়া তার সিকোয়েন্স শুটিং আগেই শেষ হয়েছে। গত সপ্তাহে ডাবিংয়েও অংশ নিয়েছেন তিনি। শিগগিরই গানের শুটিং করে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজনা সংস্থা ভাউয়াল পিকচার্সের কর্ণধার মোজাম্মেল সরকার।