176257

সানি লিওন এবার শাকিব খানের সাথে !

বিনোদন ডেস্ক: ঢালিউডের কিং খান শাকিব খানের সাথে দেখা যাবে বলিউডের আইটেম বোম সানি লিওনকে। শাকিবের অভিনীত ‘মামলা হামলা ঝামেলা’ সিনেমার একটি আইটেম গানের জন্য সানি লিওনকে পছন্দ করেছেন শাকিব। এমনটাই জানান সিনেমাটির প্রযোজক সেলিম।

নভেম্বরে শুরু হচ্ছে বিদ্যা সিনহা মিম ও শাকিব খানের ছবি ‘মামলা হামলা ঝামেলা’র শুটিং। উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে দুটি আইটেম গান থাকছে। একটিতে পারফর্ম করবেন নায়িকা বিদ্যা সিনহা মিম। আর অন্য গানটির জন্য সানিকেই চাচ্ছেন সেলিম খান।

তবে এখনও সানি লিওনের সঙ্গে এ ব্যাপারে কোনো আলাপ হয়নি, শিগগিরই যোগাযোগ করা হবে বলে গণমাধ্যমকে জানান ছবির প্রযোজক সেলিম খান।

তিনি বলেন, সানি লিওন হলে আমার ছবির প্রচারণা বাড়বে অনেক। দর্শকও আকৃষ্ট হবে। মুম্বাইয়ের ছবিতে সানি যে ধরনের পোশাক পরে থাকেন, আমরা তেমন পোশাক পরাব না। শালীনতা বজায় রেখেই গানের দৃশ্যায়ন করব। এ সপ্তাহেই কলকাতা যাবেন শাকিব। সানির সঙ্গে যোগাযোগ করার জন্য তাকেই দায়িত্ব দিয়েছি। আমি বাজেট নিয়ে ভাবছি না, ভাবছি কিভাবে দর্শককে হলে টেনে আনা যায়।

ad

পাঠকের মতামত