176242

যে চ্যানেলে দেখা যাবে আর্জেন্টিনার ম্যাচ

পেরুর বিপক্ষে ড্রয়ের পর একেবারে খাদের কিনারায় অবস্থান করছে আর্জেন্টিনা। ১৯৭০ সালের পর আরেকটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকার শঙ্কায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরকে হারাতেই হবে।

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল (বুধবার) ভোর ৫.৩০ মিনিটে। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ৩।

মেসিদের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে এখন পুরোপুরি ইকুয়েডর আর কিছু ইকুয়েশনের ওপর। নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরকে অবশ্যই হারাতেই হবে। সঙ্গে উরুগুয়ে, চিলি, কলম্বিয়া এবং পেরুর ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে মেসিদের।

তবে, এটা ঠিক, জিতলেই অন্য ইকুয়েশনের হয়তো খুব বেশি প্রয়োজন হবে না। সেরা চারের মধ্যে থেকেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে পারবে আর্জেন্টিনা।

ad

পাঠকের মতামত