মাহিকে নিয়ে আবারো অভিযোগ
‘মনে রেখো’ নিয়ে আবারো অভিযোগ উঠল মাহির বিরুদ্ধে। ছবিটির প্রযোজক তাপসী ঠাকুর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিচার দিয়েছেন এ নায়িকার নামে। এ নিয়ে একটি মিটিং হবে বুধবার।
তাপসী ঠাকুর বলেন, ‘বার বার তার (মাহি) সাথে ঝামেলা হয়েছে শিডিউল নিয়ে। এখন মাহি যেভাবে কথা বলছেন এগুলোর কোনোটাই তার সাথে চুক্তি ছিল না। যে বিষয়টি নিয়ে মাহির সাথে বার বার ঝামেলা হচ্ছে সেটা নিয়ে প্রথমে পরিচালক সমিতিকে জানিয়েছিলাম।’
তিনি আরো বলেন, ‘সমিতি সব কিছু মিটমাট করেও দিয়েছিল। কিন্তু কিছু দিন পর আবারো মাহি আগের মতো শুরু করে। এখন তিনি (মাহি) আবার আমার কাছে ৩ লক্ষ টাকা দাবি করছেন। টাকা না দিলে হুমকি দিয়েছেন, ছবিটির বাকি কাজ করবেন না।’
এ নিয়ে মাহি বলেন, ‘তাদেরকে আমি তিন-তিনবার শিডিউল দিয়েছিলাম। তারা আমাকে আগের রাতে শিডিউল বাতিলের কথা জানিয়েছে। এটা কেমন কথা? তাদের জন্য আমি কেন ভুক্তভোগী হব?’
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এ ক্ষেত্রে মাহি তো তাদের শিডিউল দিয়েছে বেশ কয়েকবার। তারাই তো শুটিং করতে পারেনি। তাহলে তার বাড়তি পারিশ্রমিক দাবিটা কি অযৌক্তিক।’
‘মনে রেখা’ পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। সিনেমাটিতে মাহির নায়ক কলকাতার বনি সেনগুপ্ত।