176209

শিশু সন্তানকে পুকুরে ফেলে প্রেমিকের হাত ধরে পালালো মা!

আট মাসের কন্যা শিশুকে পুকুরে ফেলে রাতের অন্ধকারে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক ‘মা’। শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকার একটি পুকুর থেকে সোমবার সকালে তাহা ইসলাম নামে ওই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিশুটি বানিয়াজুরি ইউনিয়নের শোলধরা গ্রামের সোহেল মিয়ার মেয়ে। এলাকাবাসী ধারণা, শিশুটির মা তার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। শিশুটির লাশ সকালে উদ্ধার করা হলেও তার মা ও স্থানীয় এক যুবককে এলাকায় পাওয়া যাচ্ছেনা।

ঘিওর থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন শেষে নিশ্চিত করে কিছু বলা যাবে বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত