176185

তিশার অজানা যত তথ্য

নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা।

১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া নুসরাত ইমরোজ শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। তবে অনন্ত হীরার ‘সাতপেড়ে কাব্য’ নামে একটি নাটকে শিশু শিল্পী হিসেবে শখের বশে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে তার পদচারণার শুরু। এরপর তরতর করে এগিয়ে গিয়েছেন সামনে।

২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিংএ পুরোদমে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ২০০৩ সালে অ্যাঞ্জেল ফোর নামে একটি ব্যান্ডদল গঠন করেছিলেন তিশা, কণা, রুমানা ও নাফিজা। এর মধ্যে নাফিজা মৃত্যুর ওপারে চলে গেছেন। গান নিয়ে ব্যস্ত আছে কণা। আর চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন রুমানা। যদিও রুমানা এখন অভিনয়ে নিয়মিত নন। অন্যদিকে গানে অনিয়মিত তিশা তার অভিনয়কে পুঁজি করেই চলছেন।

বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন। তিশা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রানওয়ে, টেলিভিশন, ডুবোশহর, ডুব, হালদা প্রভৃতি। তিশা কত টাকা আয় করেন? বয়স, গাড়ি, বিয়েসহ অজানা কিছু তথ্য নিয়ে আজকের আয়োজন। তিশার অজানা তথ্য সমৃদ্ধ ভিডিওটি দেখুন।

https://youtu.be/UP42IXROdG0

ad

পাঠকের মতামত