জামায়াতের আমির মকবুলসহ ৯ জন আটক
রাজধানীর উত্তরা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদসহ ৯ জন ডিবির হাতে আটক হয়েছেন।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক নেতাদের মধ্যে ৫ জন হচ্ছেন নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা ও মহানগর আমির।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার নাজমুল আলম বলেন, সোমবার রাত ৯টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করে।
আটক জামায়াত নেতারা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করেন তিনি।
কিছুক্ষণের মধ্যে তাদের ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হচ্ছে।