176236

জমিতে মাটি ফুঁড়ে গাজরের সাথে বেরিয়ে আসল ১৩ বছর আগে হারিয়ে যাওয়া ডায়মন্ডের আংটি!

জমিতে গাজর ফুঁড়ে উঠতেই দেখা গেল তার গায়ের সাথে লেগে আছে ডায়মন্ডের আংটি। সেইসাথে ১৩ বছর আগে হারিয়ে যাওয়া এই আংটি খুঁজে পেলেন কানাডার এক নারী।

২০০৪ সালে পারিবারিক খামারে আগাছা পরিস্কার করার সময় এ আংটি হারিয়ে ফেলেছিলেন ম্যারি গ্রামস (৮৪)। আংটিটি হারিয়ে সে সময় তিনি চরমভাবে বিমর্ষ হয়ে পড়েছিলেন।

কিন্তু তিনি এক দশকেরও বেশি সময় ধরে তার পুত্রের কাছে এ আংটি হারানোর ক্ষত গোপন রেখেছিলেন। কিন্তু গত সোমবার (১৪ আগস্ট) তার পুত্রবধু জমি থেকে গাজর তোলার সময় দেখলেন গাজরের দেহের সাথে আটকে আছে ডায়মন্ডের একটি আংটি। তখনই আংটি হারানোর রহস্য জানতে পারলেন তিনি।

গাজরটি আংটির ভিতর দিয়ে সোজা মাটি ফুঁড়ে ওঠে গিয়েছিল। অনেক বছর ধরে ধুলো ময়লার মধ্যে পড়ে থাকতে থাকতে মাটির নিচে চলে গিয়েছিল আংটিটি।

লজ্জায় আংটি হারানোর কথা স্বামীকে না জানালেও একটা সময় পুত্রকে জানিয়েছিলেন ম্যারি সে কথা। যদিও সে সময় কম দামি আরেকটা আংটি

পুত্রবধু এ আংটিটি পাওয়ার সাথে সাথে তার স্বামীকে জানালে সে তখন বুঝতে পারে এটি তার মায়ের হারিয়ে যাওয়া আংটি। ম্যারি এটি ফিরে পেয়ে জানালেন, কোন কিছুর হারানোর বিষয়ে এখন থেকে তিনি আরও সাবধানে থাকবেন।

উল্লেখ্য, গাজরের মধ্যে আংটি পাওয়ার ঘটনা এই প্রথম না, এর আগে ২০১১ সালে এক সুইডিস নারী ১৬ বছর পর তার বিয়ের ডায়মন্ডের আংটি খুঁজে পেয়েছিলেন।

ad

পাঠকের মতামত