176191

কেমন নাচেন অপু বিশ্বাস? (ভিডিও)

অপু বিশ্বাস কেমন নাচেন? সিনেমার গান ছাড়াও এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে সম্প্রতি প্রচারিত কিছু অনুষ্ঠানের ভিডিওতে। কয়েক মাসের মধ্যে একাধিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন অপু বিশ্বাস। পেয়েছেন দর্শকের হাততালি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর পরিবেশনা।

২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এ আয়োজনের ১২তম আসর। এতে ১৮টি ক্যাটাগরিতে নবীন-প্রবীণ সংগীতশিল্পীদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি ছিল নামি তারকাদের পরিবেশনা। এর মধ্যে উল্লেখযোগ্য অপুর নাচ।
জমকালো আয়োজনে নিজের অভিনীত তিনটি সিনেমার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অপু। পরিচালনা করেন তানজিল আলম। তাকে সঙ্গ দেন ঈগল ড্যান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পী। অপুর পোশাক পরিকল্পনা করেন রামিম।

সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে অপু নাচটির ভিডিও। এতে অভিনেত্রীকে বেশ সাবলীলই লেগেছে। অন্যদিকে দর্শকসারিতে ছিল চনমনে ভাব। তারা অপুর নাচ উপভোগই করছিলেন।

এদিকে মাতৃত্বের বিরতি শেষে বছর দেড়েক পর শুক্রবার সিনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অপু বিশ্বাস। আব্দুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই’ শিরোনামের সিনেমাটিতে তার নায়ক শাকিব খান।

অপু অভিনীত সর্বশেষ সিনেমা ‘রাজনীতি’ মুক্তি পায় ঈদুল ফিতরে। বুলবুল বিশ্বাস পরিচালিত ছবিটি দারুণ সাড়া পেয়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই নতুন ছবিতে নাম লেখাতে যাচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

ভিডিও…

ad

পাঠকের মতামত