মাহির ‘ঢাকা অ্যাটাক’ দেখতে সিনেমা হল ভাড়া করছেন অপু!
বিয়ের পর মাহিয়া মাহি অভিনীত প্রথম ছবি মুক্তি পেল ৬ অক্টোবর। দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ এরই মধ্যে সাড়া ফেলেছে বক্স অফিসে। সেই খবর পৌঁছে গেছে মাহির শ্বশুরবাড়ি সিলেটেও। তাই দেবর, ননদসহ পুরো পরিবার দেখতে চায় ছবিটি। মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু সিদ্ধান্ত নিয়েছেন, বউয়ের ছবি দেখানোর জন্য একটি প্রেক্ষাগৃহ ভাড়া করবেন। অপু বলেন, ‘প্রথমে এমন চিন্তা মাথায় ছিল না। কিন্তু সারা দেশে ছবিটি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তাতে প্রেক্ষাগৃহে গিয়েই ছবিটি দেখতে চায় আমার পরিবার। তাই সিদ্ধান্ত নিয়েছি, এ সপ্তাহে যেকোনো একটি প্রেক্ষাগৃহ ভাড়া করে সবাইকে নিয়ে ছবিটি দেখব। ’
স্বামীর এমন সিদ্ধান্তে বেজায় খুশি মাহি, ‘অপুর মনমানসিকতা সব সময় আমাকে অনুপ্রেরণা জোগায়। পাশে থেকে সে আমাকে ভালো কাজ করার সাহস দেয়। এমন স্বামী পেয়ে আমি গর্বিত।