176155

ফের পাশাপাশি শুটিংয়ে অপু-শাকিব

অবন্তি বিশ্বাস অপু একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৫ সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। অপু ধর্মান্তরিত হয়ে মুসলমান হন এবং নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান। বিয়ের পর ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাহাম খান জয় জন্মগ্রহণ করেন।

মাতৃত্বকালীন ছুটির কারণে বেশ কিছুদিন শুটিং থেকে দূরে ছিল নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দেড় বছর পর, মাতৃত্বকালীন ছুটি শেষে শনিবার (৭ অক্টোবর) সকালে আবার দেখা যায় অপুকে, এফডিসির ঝরনা স্পটে পুনরায় পাঙ্কুজামাই ছবির শুটিং এ।

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে এফডিসিতে এই ছবির শুটিং করেছিলেন অপু। একই ছবি দিয়ে সেই আঙিনায় আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

দীর্ঘদিন পর অপু আসার খবরে ভক্ত ও সহশিল্পীদের ভিড় জমে থাকে এফডিসিতে। তাঁকে ঘিরে শুরু হয় নতুন এক উৎসব। অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে আসেন। হাসিমুখে সবার সঙ্গে কুশল বিনিময় করেন অপু।

এ বিষয়ে অপু বলেন, ‘মনে হচ্ছে, দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে এসেছি। সেই চেনা গ্রিনরুম, লাইট, ক্যামেরা, লোকেশনজুড়ে শুটিংয়ের মানুষের ছোটাছুটিতে প্রাণ ভরে যাচ্ছে।’

অপুর পাশাপাশি, একই আঙিনায় ছিলেন শাকিব খান। অপু যখন ঝরনা স্পটে, পাশের ৯ নম্বর ফ্লোরে চলছিল শাকিবের শুটিং। নায়িকা বুবলীসহ চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া ছবির শুটিং করছিলেন সাকিব।

ad

পাঠকের মতামত