176117

দর্শক ভালোবাসায় সিক্ত ‘ঢাকা অ্যাটাক’, প্রথম দিনেই সেল ৫ কোটি!

দর্শক ভালোবাসায় সিক্ত হল দীপংকর দীপন পরিচালিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। ছবিটি প্রথম দিনেই সেল হয়েছে প্রায় ৫ কোটি! ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি যেন ঢাকাই সিনেমার দৃষ্টান্ত হতে চলেছে। রেকর্ড ভাঙার দৌড়ে, সীমানার ফিতা ছিঁড়ে এগিয়ে চলছে সিনেমাটি।
শুক্রবার (৬ অক্টোবর) মুক্তি পাওয়ার পর সারা দেশে সিনেমাটির গ্রস সেল প্রায় ৫ কোটি টাকা এবং নীট সেল এক কোটি পাঁচ লাখ টাকা! প্রথম দিনেই হাউজফুল গিয়েছে মধুমিতা সিনেমা হলের তিনটি শো। ঢাকা অ্যাটাকের নির্মাতা দীপংকর দীপনের ফেসবুক স্ট্যাটাস থেকে পাওয়া গিয়েছে এমন তথ্য।

 

দীপন লিখেছেন- ‘ভীষণ খবর , ভালো খবর। কাল রাতে মধুমিতা হলের সিনেমা হলের মালিক নওশাদ ভাই ফোন করেছিলেন অভিনন্দন জানানোর জন্য, তা হলে কাল প্রথম দিনেই তিনটি শো হাউসফুল গিয়েছে। এটি রেকর্ড। তিনি আমাকে দোয়া করেছেন। তার আর্শীবাদ মাথা পেতে নিলাম। এ আমার সৌভাগ্য।

ঢাকা অ্যাটাকের ডিসট্রিবিউটর অভি কথাচিত্রের অভি সকালে জানালো কাল সারা দেশে প্রায় সাড়ে চার কোটি টাকার উপর টিকেট সেলে হয়েছে। এটি গ্রস সেল, নেট সেল এক কোটি পাঁচ লাখ। এটিও রেকর্ড।

শনিবার সকালে বলাকা সিনেমা হলের ম্যানেজার জানালো সাধারণত দ্বিতীয় দিনে সেল পড়ে যায়। আজ আরও বেড়েছে। সকালে হাউসফুল যাচ্ছে বলাকা। এই কৃতিত্ব ঢাকা অ্যাটাক টিমের সবার। আর সবচেয়ে বেশি আপনাদের যারা কাল সিনেমা হলে থেকে বেরিয়ে আজ অন্যদের হলে এনেছেন। আমরা পারি। বাংলাদেশ পারে’।

শনিবার সকালেই সারা বাংলাদেশ অ্যাটাক হয়েছে। তবে জঙ্গি বা সন্ত্রাসীর হামলায় নয়, এই অ্যাটাক করেছেন বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকরা। ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির প্রথম দিনই ছবিটি দেখতে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মনে হচ্ছে বাংলা সিনেমার সুদিন ফিরে এসেছে।

 

ঢাকার বাইরের হলগুলো থেকে ভালো খবর এসেছে। অভিরুচি (বরিশাল) হলের ম্যানেজার জানিয়েছেন, বেশ দর্শক সমাগম হয়েছে গতকাল শুক্রবার ও আজ শনিবার। আশাকরি পুরো সপ্তাহ ভালো যাবে।

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। ছবিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর, হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম মুসা এবং কাজী নওশাবা আহমেদসহ অনেকে।

ছবির কাহিনী লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ার। প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার ও থ্রি হুইলার্স লিমিটেড। এছাড়া সহযোগী প্রযোজক হিসেবে আছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।

যেসব হলে দেখা যাবে ঢাকা অ্যাটাক
ঢাকা: স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, মধুমিতা, শ্যামলী, রাজমনি, চিত্রামহল, ফ্যান্টাসি, অভিসার, বিজিবি, আনন্দ, সনি, পূরবী, সেনা অডিটোরিয়াম, গীত, পুনম ও মুক্তি।

 

ঢাকার বাইরে: নিউ গুলশান (জিঞ্জিরা), রানীমহল (ডেমরা), চাঁদমহল (কাঁচপুর), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), সেনা অডিটোরিয়াম (সাভার), আলমাস (চট্টগ্রাম), মনিহার (যশোর), উপহার (রাজশাহী), মনোয়ার (জামালপুর), নন্দিতা (সিলেট), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), লিবার্টি (খুলনা), তিতাস (পটুয়াখালী), সাগরিকা (চালা), মধুবন (বগুড়া), মাধবী (মধুপুর), মালঞ্চ (টাঙ্গাইল), ছায়াবানী (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), ফাল্গুনী (নগরপুর), সঙ্গীতা (খুলনা), মোহনা (কোনাবাড়ী), মোহন (হবিগঞ্জ), মধুমতি (ভৈরব), রাজ (কুলিয়ারচর), মানসী (কিশোরগঞ্জ), কাকলী (শেরপুর), তামান্না (সৈয়দপুর), হ্যাপী (লক্ষীপুর), গ্যারিসন (কুমিল্লা ক্যান্টঃ), রুপালী (কুমিল্লা), পালকী (চান্দিনা), ডায়মন্ড (বোয়ালমারী), ঝংকার (পাঁচদোনা), চলন্তিকা (গোপালদী), পান্না (মুক্তারপুর), রুনা (চালাকচর), প্রতিভা (রাজৈর), বনলতা (ফরিদপুর), রাজিয়া (সদরপুর) আলিম (মাঠবাড়ীয়া), সাগর (কালিয়াকৈর), মডার্ন (দিনাজপুর), অবকাশ (ফুলবাড়ী), রুমা (মুক্তাগাছা), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), লিলি (কুলাউড়া), ভাই ভাই (সখিপুর), রাজমনি (বোরহানউদ্দিন), বৈশাখী (বাউফল), পূর্বাশা (মাগুরা), বনানী (কুষ্টিয়া), চিত্রবানী (গোপালগঞ্জ), সঙ্গীতা (সাতক্ষীরা), সাথী (পলাশবাড়ী), পৃথিবী (জয়পুরহাট), গৌরী (শাহজাদপুর), অন্তরা (মেলন্দ বাজার), ছবিঘর (ঝিনাইদহ), ছন্দা (হাসনাবাদ), চান্দনা (জয়দেবপুর), ছন্দা (পটিয়া), মৌসুমী (পাকুনদিয়া), মমতাজ (সিরাজগঞ্জ), মুন (হোমনা), বীনা (পাবনা), সোনিয়া (বগুড়া), সানলাইট (কাঞ্চন), শাপলা (শ্রীপুর), তাজ (গাইবান্ধা), হিরক (গোবিন্দগঞ্জ), ঝর্ণা (দাউদকান্দি), ফিরোজমহল (পাগলা), শিকতা (ধুনট), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ), পিক্স (সিরাজদিখাঁন), সাধনা (রাজবাড়ী), দিনান্ত (কেশরহাট), ছন্দা (কালিগঞ্জ), রাজু (ঈশ্বরদী), উল্লাস (বীরগঞ্জ), লাইট হাউস (পারুলিয়া), আলমডাঙ্গা টকিজ (আলমডাঙ্গা), রংধনু (নজিপুর), আনন্দ (তানোর), মমতাজ মহল (নীলফামারী), অনামিকা (পিরোজপুর), জনতা (জলঢাকা), সোনালী (ঘোরাঘাট), আয়না (আক্কেলপুর), সনি (ইসলামপুর), নবীন (মানিকগঞ্জ), চাঁদনী (রানীশঙ্কর), মিলন (মাদারীপুর), রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ), শিল্পীমিলন (মধ্যনগর), দুলাল (ফেনী), ঝংকার (বকশীগঞ্জ), শ্যামলী (চৌধুরানী), প্রিয়া (গৌরীপুর), ছায়াবানী (নাটোর) ও অর্পণা (খোকসা)।

ad

পাঠকের মতামত