ইনিংস হারের লজ্জা এড়াতে পারবে বাংলাদেশ?
টেস্টে সর্বশেষ কবে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ? রেকর্ড খুঁজে দেখা যায় সেই ঘটনা আজ থেকে ৭ বছর আগে ২০১০ সালের মে মাসে। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের অ্যাওয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৮০ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ৭ বছর পর আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লুমফন্টেইনে ইনিংস হার বাঁচাতে লড়ছে মুশফিক বাহিনী।
দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ৫৭৩ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং ধস নামে বাংলাদেশ শিবিরে। মাত্র ১ সেশনেই ১৪৭ রানে অল-আউট হয় সফরকারীরা। এরমধ্য উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসই ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৭০ রান করেন। তা না হলে হয়তো একশর নিচে অলআউট হতো বাংলাদেশ। অনিবার্য পরিণতিতে দক্ষিণ আফ্রিকা ফলোঅন করায় বাংলাদেশকে।
প্রথম ইনিংসে ৪৬২ রানে এগিয়ে ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলোঅনে পড়ে ম্যাচের দ্বিতীয় দিনেই আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বিনা উইকেটে ৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছে মুশফিকরা।
দ্বিতীয় দিন শেষে ইনিংসের সেরা ক্রিকেটার লিটন দাস বলেছেন, দ্বিতীয় ইনিংসে ৬০০ রানও করতে পারে বাংলাদেশ। কিন্তু সেই লক্ষ্য ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শুরুতেই সৌম্য সরকারকে হারাল বাংলাদেশ।