176114

১৪৭ রানে অল আউট হয়ে ফলো অনে বাংলাদেশ

লিটন কুমার দাস হাল ধরেছিলেন। নইলে যে আরো কতো বড় লজ্জায় পড়তে হতো টাইগারদের। ফলো অন এড়ানো তো দুরের কথা। এখন ইনিংস পরাজয়টা একটু সম্মানজনক ভাবে হয় কি না সেই প্রশ্ন আসছে। নিদারুণ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ৭০ রানের মহা মূল্যবান ইনিংস খেলেছেন লিটন। বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয়েছে ১৪৭ রানে, ৪২.৫ ওভারে। এক পর্যায়ে ৬৫ রানে পড়েছিল ৬ উইকেট। লিটন টেনেছেন তারপর। যথারীতি ৪২৬ রানে পিছিয়ে থেকে ফলো অনে পড়েছে বাংলাদেশ। ব্লমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনে শনিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৫৭৩ রানে ইনিংস ঘোষণা করেছিল। দিনের স ময় এখনো বাকি। দ্বিতীয় ইনিংসে নেমে পড়তে হচ্ছে বাংলাদেশকে।

ad

পাঠকের মতামত