বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অবস্থান
নীলফামারীর ডোমারে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ীতে এক প্রেমিক দুদিন ধরে অবস্থান করছে। ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব জোড়াবাড়ী গ্রামে। ওই গ্রামের দিনমজুর সাইদার রহমানের মেয়ে লিপা বেগম (১৪) এর সাথে একই ইউনিয়নের আজহারুল ইসলাম রাজার ছেলে লেমুনের(১৭) ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে।
গত ৪ অক্টোবর লেমুন ও লিপা বেড়াতে গেলে এলাকার লোকজন তাদের আটক করে। ওইদিন থেকে লেমুন লিপার বাড়ীতে অবস্থান করছে। লেমুন জানায়,আমি লিপাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করবো। কিন্তু এতে বাধ সাধে বয়স। দুজনই কম বয়সী হওয়ার কারণে তাদের বিয়ে দিতে কেউ সাহস পাচ্ছে না।
এ সুযোগে ছেলের পরিবারের পক্ষের লোকজনও তাকে নিতে আসছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য না আসায় বর্তমানে লিমন প্রেমিকা লিপার বাড়ীতে অবস্থান করছে।