176065

বিপ্লব ঘটাতে আসছে ৬ জিবির এই স্মার্টফোন

চীনের হ্যান্ডসেট সংস্থা হুয়াওয়ের নতুন একটি ফোনের তথ্য ফাঁস। ফোনটির মডেল হুয়াওয়ে মেট 10 প্রো।

এই ফোনটি ১৬ অক্টোবর বাজারে আসার কথা রয়েছে। স্মার্টফোন সম্পর্কিত গোপন তথ্য ফাঁসকারী টুইটার অ্যাকাউন্ট ইভান ব্লাস সম্প্রতি হুয়াওয়ে মেট 10 প্রোর ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে এতে তিনটি ক্যামেরা সেটাপ থাকছে।
ফোনটিতে ১২ এবং ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকছে। সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। হুয়াওয়ে মেট 10 প্রোতে থাকছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ফোনটি দুইটি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটি ৬৪ জিবির অন্যটি ১২৮ জিবির।

নতুন ফোনটিতে আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি কেন্দ্রীক কিরিন ৯৭০ প্রসেসর ব্যবহৃত হচ্ছে। এতে এন্টায়ারভিউ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের আকার ৬ ইঞ্চির। ডিসপ্লের অ্যাকসেপ্টে রেশিও ১৮:৯। এতে ২১৬০x১০৮০ পিক্সেল রেজুলিউশন পাওয়া যাবে। হুয়াওয়ে মেট 10 সিরিজের তিনটি ফোন তৈরি হয়েছে। এগুলো হলো মেট 10, মেট 10 প্রো এবং মেট 10 লাইট। সূত্র: ইন্টারনেট

ad

পাঠকের মতামত