176084

দুই নায়িকার দ্বন্দ্ব, মিমিকে অকথ্য ভাষায় যা বললেন শুভশ্রী

পুজোর নবমীর দিন থেকেই টালিউডে ঝড় তুলছে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মিম ও শুভশ্রীর ক্রিভূজ প্রেমের খবর। ভারতীয় মিডিয়ার খবর, নবমীর দিনে প্রেমিক রাজের সঙ্গে গোয়া যান সাবেক প্রেমিকা শুভশ্রী। কিন্তু মানুষের চোখে ধুলো দেয়ার জন্য রাজের সঙ্গে মিমি গোয়া গিয়েছেন বলে প্রচার করেন শুভশ্রী। খবরটি কানে যাওয়ার পর অন্তত এমন অভিযোগই করেন মিমি। শুভশ্রীকে উদ্দেশ্য করে একগাদা কথাও শুনিয়ে দেন মিমি। এমনকি তাকে অশিক্ষিত বলেও কটাক্ষ করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমির সেই কটাক্ষের জবাব দিলেন শ্রভশ্রী। বললেন, ‘মিমি আমাকে অশিক্ষিত ও ক্লাসলেস বলেছে। আমার মনে হয়, সে খুব হতাশায় ভুগছে। এ জন্যই অন্য মানুষ সম্পর্কে এ ধরণের কথা বলছে। ওর শিক্ষা কেমন, তা ওর কথা থেকেই বোঝা যাচ্ছে। আমি ওকে কিছুই বলবো না। কারণ আমি সেই শিক্ষা পাইনি। আমি ওর মতো কনভেন্ট এডুকেটেড নই। খুব বেশি পড়াশোনাও করিনি। বর্ধমানের সাধারণ পরিবারের মেয়ে। কিন্তু সেখানে আমাকে মানুষকে সম্মান দিতে শেখানো হয়েছে। সবাইকে সম্মান করি বলেই ইন্ডাস্ট্রিতে ছোট থেকে বড় সবাই আমাকে ভালবাসে।’

তিনি আরও বলেন, আমি মিমিকে ফলো করি, লুজার এই সব কথা যখন শুনেছি, খারাপ অবশ্যই লেগেছে। আমার এতগুলো হিট ছবি রয়েছে এবং আমি তো বেসিক্যালি ওর চেয়ে ইন্ডাস্ট্রিতে সিনিয়র। এ সবই ভাবছিলাম… ও যখন সিরিয়াল করা শুরু করে, তখন আমার ‘খোকাবাবু’ সুপারহিট। আমি সিরিয়াল তখন দেখতাম না। সরি মিমি, তখন তোমাকে ‘ফলো’ করা হয়নি। এমনি-এমনি ছবিটা হিট হয়ে গিয়েছে। তার পর ‘খোকা ৪২০’ সুপারহিট হয়। তখনও ‘বাপি বাড়ি যা’ ছবিটা আমার দেখা হয়নি। ইয়েস আই কোয়াইট লাইক হার। তার জন্য টুইটারে ফলো করি ওকে।

ad

পাঠকের মতামত