176031

বাছাইপর্ব থেকেই বিদায়ের শঙ্কা আর্জেন্টিনার

১৯৭০ বিশ্বকাপের পর আবারও বাছাইপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় আর্জেন্টিনা। ঘরের মাঠে ভেনেজুয়েলার পর পেরুর বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট টেবিলে ছয়ে নেমে গেছে লিওনেল মেসির দল।

এখন শেষ ম্যাচের সমীকরণের দিকে তাকিয়ে গতবারের রানার্সআপরা। এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন থাকলো আর্জেন্টিনা। শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। পঞ্চম স্থানধারীকে প্লে-অফের বাধা পেরোতে হবে। পয়েন্ট খুইয়ে সেই অবস্থানটাও হারিয়েছে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা।
আলেক্সিস সানচেজের শেষদিকের গোলে ইকুয়েডরকে ২-১ ব্যবধানে হারিয়ে এক লাফে ছয় থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে চিলি। হোম ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে এক ধাপ অবনমনে চারে নেমে গেছে কলম্বিয়া। দুই দলের পয়েন্ট সমান ২৬। বলিভিয়া-ব্রাজিল ও ভেনেজুয়েলা-উরুগুয়ে ম্যাচ গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়েছে।

পয়েন্ট খোয়ালেও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে উরুগুয়ে (২৮)। সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পা রাখা সেলেকাওদের সংগ্রহ ৩৮।
পাঁচ নম্বরে উঠে আসা পেরুর সমান পয়েন্ট আর্জেন্টিনার। ১৭ ম্যাচ শেষে ২৫। গোল ব্যবধানও একই। ১ পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্যারাগুয়ে। দুই থেকে চার এ চারটি অবস্থানে পয়েন্টের ব্যবধান মাত্র ১। তাই শেষ ম্যাচে ফলাফলে অনেক কিছুই বদলে যেতে পারে।

আর্জেন্টিনা আসা টিকিয়ে রাখছে এই সমীকরণটাই। শেষ ম্যাচে পেরুর মাঠে নামবে কলম্বিয়া। ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে প্যারাগুয়ে। হোম ভেন্যুতে উরুগুয়ের সামনে বলিভিয়া। ব্রাজিলে গিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে চিলিকে। আগামী বুধবার সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

ad

পাঠকের মতামত