176037

এক সন্ধ্যায় কোটিপতি হলেন ইনি!

এই বছর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজনের প্রথম কোটিপতি হলেন ভারতের পশ্চিমবঙ্গের জামশেদপুরের গৃহবধূ অনামিকা মজুমদার। তিনি বিগ বি’র একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে একেবারে কোটি টাকা জিতে নিয়েছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা গেছে, অনামিকা একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। তাঁর দু’টি সন্তান রয়েছে। পেশাগত ও সাংসারিক ব্যস্ততার মধ্যেই তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন কেবিসি-র জন্য। বিগ বি নিজেই অনামিকাকে দেখে মুগ্ধ!

এক কোটির ম্যাজিক অঙ্ক ছুঁয়ে ফেলার পরে অনামিকার সামনে ছিল ৭ কোটি টাকা জেতার সুযোগ। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রশ্নটির ব্যাপারে আত্মবিশ্বাস না থাকায় অনামিকা প্রতিযোগিতার নিয়ম মেনে ‘কুইট’ করেন। সম্প্রতি একটি স্পেশাল এপিসোড শ্যুট হওয়ার কথা জানা গিয়েছে। যেখানে অমিতাভের মুখোমুখি হবেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।

ad

পাঠকের মতামত