175982

শাকিব খান এবার সাংবাদিক?


জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা কাজী হায়াতের পঞ্চাশতম ছবি ‘আমার স্বপ্ন আমার দেশ’। ছবিটির গল্প গড়ে উঠেছে সাংবাদিক নির্যাতন নিয়ে। আর এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান। আর এই ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে কিং খানকে। আর শাকিব খানকে যে পত্রিকার সাংবাদিক হিসেবে দেখা যাবে, সেই পত্রিকার সম্পাদকের ভূমিকায় অভিনয় করবেন কাজী হায়াৎ নিজে।

তিনি বলেন, ‘আমি স্কুলের শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর একটি পত্রিকায় কলাম লেখা শুরু করি। একটি এম এল এম কোম্পানির বিরুদ্ধে লেখার পর তাদের সাথে দ্বন্দ্বে পত্রিকাটি থেকে আমাকে বের করে দেওয়া হয়। তখন আমি নিজে পত্রিকা বের করি।’
কাজী হায়াৎ আরও বলেন, ‘জাতির বিবেক বলা হয় সাংবাদিকদের। কিছু হলেই সাংবাদিকদের ওপর চলছে নির্যাতন। এমনকি তাদেরকে মেরেও ফেলা হচ্ছে। শুরু থেকেই আমার প্রতিটি ছবিতেই কোনো না কোনো মেসেজ দেয়ার চেষ্টা করি। এ ছবিতেও তার ব্যতিক্রম হবে না।’

জানা গেছে এই ছবিতে শাকিবের বিপরীতে থাকছেন বুবলি। শাকিবের বোনের চরিত্রে দেখা যাবে মৌসুমিকে। এছাড়া আরও থাকবেন অমিত হাসান ও ওমর সানীকে। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। নভেম্বর ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ad

পাঠকের মতামত