প্রতি মুহূর্তেই বাধার সম্মুখীন হতে হয়েছে: জেসিয়া ইসলাম
সব বিতর্কের অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট এখন জেসিয়া ইসলামের। আগামী ১৮ নভেম্বর চীনের সাংহাইয়ে অনুষ্ঠিতব্য ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। বিশ্ব সুন্দরী প্রতিযোগীর মঞ্চে ওড়াবেন বাংলাদেশের পতাকা।
আপনিই এখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। কেমন লাগছে?
জেসিয়া: অবশ্যই ভালো লাগছে। বাংলাদেশের হয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দেশের পতাকা তুলে ধরব এ অনেক সম্মানের। এখানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমি সবার ছোট। মাত্র আঠারো বছর বয়সে আমার এই অর্জন আমাকে ভীষণ অনুপ্রাণিত করবে এতে কোনো সন্দেহ নেই। আসলে ভালোলাগা প্রকাশের ভাষা এই মুহূর্তে আমি হারিয়ে ফেলেছি। এই মঞ্চে যা হলো সেটা আমার পাথেয় হয়ে থাকবে। এটা জীবনের অনেক বড় সম্পদ। দেশের মানুষের দোয়ায় আমি আজ এ পর্যন্ত এসেছি।
এর আগে কি কখনও এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন?
জেসিয়া: এর আগে আমি কোনো প্রতিযোগিতায় অংশ নেইনি। আমার জীবনের প্রথম প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আশা করছি আগামীতে আরো ভালো কিছু করতে পারব।
এ পর্যন্ত আসতে আপনাকে কী ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে? আদৌ হয়েছে কী?
জেসিয়া: হ্যাঁ, আমাকে এতদূর আসতে প্রতি মুহূর্তেই বাধার সম্মুখীন হতে হয়েছে। এটি একটি প্রতিযোগিতা। ফলে নিয়মগুলো অনুসরণ করতে হয়েছে। অন্যান্য প্রতিযোগীরাও সেটা করেছেন। ফলে প্রতিদ্বন্দ্বীতা ছিল। আর আমার অভিজ্ঞতাও ছিল কম, তবে আত্মবিশ্বাস ছিল, সেটা কাজে লেগেছে। এটাই সবচেয়ে বড় বাধা মনে হয়েছে আমার কাছে। আমি খুশি, আমি সব বাধা অতিক্রম করতে পেরেছি।
অনেক সময় আয়োজকদের বিরুদ্ধে নেতিবাচক কথা শোনা যায়। বিষয়গুলো কীভাবে দেখেন?
জেসিয়া: আমি এক বাক্যে বলতে পারি, এখানে আমরা যত দিন কাজ করেছি, তত দিন খুবই নিরাপদ ছিলাম। আমাদের কাউকেই কখনও নেতিবাচক কিছু বলা হয়নি। আয়োজকগণ প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করেছেন। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আপনি অংশ নিতে যাচ্ছেন। প্রস্তুতিটা কীভাবে নেবেন?
জেসিয়া: এত বড় একটা ইভেন্ট! অবশ্যই পরিকল্পনা করে প্রস্তুতি নিতে হবে। আসলে এই মুহূর্তে পরিকল্পনাটা বলতে চাচ্ছি না। তবে এটুকু শুধু বলি, আয়োজক প্রতিষ্ঠানের মাধ্যমে আরো কিছু গ্রুমিং করে মূল প্রতিযোগিতায় অংশ নেব।
মডেলিং ছাড়া আর কোন বিষয়ে আপনার দক্ষতা আছে?
জেসিয়া: আমি নাচতে পারি, গাইতেও পারি।
অভিনয়?
জেসিয়া: এখনই কিছু ভাবছি না। মূল পর্বের প্রতিযোগিতাটা শেষ করি আগে। তারপর অভিনয় নিয়ে ভেবে দেখব। তবে যে মাধ্যমে মানুষ আমাকে চিনবে সে মাধ্যমে আমি কাজ করতে চাই।
লেখাপড়া কোথায় করছেন?
জেসিয়া: একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ছি। এর আগে সাউথপয়েন্ট একাডেমি থেকে ইংরেজি মাধ্যমে ও লেভেল সম্পন্ন করেছি।
সূত্র: রাইজিংবিডি