মোশাররফের সঙ্গে মৌরির আংটি বদল
নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে সম্প্রতি আংটি বদল করলেন মৌরি সেলিম।
তবে বাস্তবে নয়, একটি ধারাবাহিক নাটকে মৌরিকে বিয়ে করবেন মোশাররফ। সেই ধারাবাহিকতায় আংটি পরিয়ে সম্পর্কের যাত্রা শুরু করলেন এ দুই তারকা।
ধারাবাহিকটির নাম ‘প্রেমের বাতি’। রচনা ও পরিচালনা করছেন রুলিন রহমান। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গল্পের গাঁথুনি ভালো। কাজটি করেও ভালো লাগছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’
নাটকে মোশাররফকে বিয়ের প্রস্তুতি নিলেও তার ওপর বিরক্ত বলেই জানিয়েছেন মৌরি।
তিনি বলেন, ‘আংটি বদল করেছি। বিয়েও হবে আমাদের। তবুও তার কিছু কাজ কর্মে আমার রাগ ধরে। বাকি গল্প দর্শকদের জন্য তোলা থাক। টিভি পর্দায় দেখে সবারই ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তাছাড়া আমার চরিত্রটিও বেশ চমৎকার’।
এ নাটক ছাড়াও মোশাররফ করিম প্রচার চলতি ধারাবাহিকসহ বেশ কয়েকটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন।
অন্যদিকে মৌরি প্রচার চলতি ধারাবাহিক সঞ্জীব সরকারের ‘গায়ে মানে না আপনি মোড়ল’, মারুফ মিঠুর ‘বৌ বকা দেয়’, সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’, সাজ্জাদ সুমনের ‘ছলে বলে কৌশলে’, আকাশ রহমানের ‘ক্যাট হাউজ’, দুর্যের ‘বন্ধুত্ব ও ভালোবাসা’ এবং জাহিদ বিপ্লবের ‘কাছের মানুষ’সহ আরও কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আগামী সপ্তাহে সাজ্জাদ সুমনের পরিচালনায় নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করবেন তিনি।