মাঝরাতে জাহিদ হাসানকে চমকে দিলেন মৌ
বিনোদন ডেস্ক : ৫০ পূর্ণ করলেন অভিনেতা জাহিদ হাসান। এদিকে তার সহধর্মিণী অভিনেত্রী-নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ দেশের বাইরে। তাই জন্মদিনের প্রথম প্রহরটা যেন মোটেও ভালো যাচ্ছিল না জাহিদ হাসানের। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ!
দরজা খুলতেই জাহিদ তো অবাক! মৌ চলে এসেছেন দক্ষিণ কোরিয়া থেকে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ঠিক সাড়ে ১২টায় জাহিদকে এভাবেই জন্মদিনে চমকে দিলেন মৌ।
বুধবার দুপুরে জাহিদ হাসান বললেন, ‘মৌ আগেই চলে এসেছে। এটাকে চমকই বলা যায়। এরপর বাচ্চাদের (পুষ্পিতা ও পূর্ণ)। সঙ্গে কেকে কেটে জন্মদিন উদযাপন করেছি। আজ সারাটাদিন পরিবারের সঙ্গেই আছি। তাদের নিয়ে এখন খেতে এসেছি।’
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সাংস্কৃতিক আদান-প্রদানের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন মৌ। বুধবার তার ফেরার কথা থাকলেও জাহিদের জন্মদিনে তাকে চমকে দিতে চলে এলেন একদিন আগে।