175957

আমার বদনাম করা হচ্ছে : মিমি

এবার পূজাতে রাজ চক্রবর্তীর সঙ্গে নাকি গোয়া গিয়েছিলেন মিমি চক্রবর্তী। পরিকল্পিতভাবে এটি রটানো হয়েছে।

গসিপ হিসেবে এই বিষয়কে সামনে আনে সংবাদমাধ্যমের একাংশ। যার ফলে রেগে গেলেন মিমি চক্রবর্তী। টুইট করে ক্ষোভ উগরে দিলেন তিনি। অভিযোগ করলেন, তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।
রাজের সঙ্গে মিমি ও শুভশ্রীর প্রেম নিয়ে কয়েকমাস আগে কম জলঘোলা হয়নি। রটেছিল, রাজ ও মিমির নাকি বিচ্ছেদ হয়েছে। একবার তো শোনা যায়, মিমি ও শুভশ্রী নাকি আত্মহত্যার চেষ্টাও করেছেন। তবে তা অস্বীকার করেন দুজনেই।

আজ বুধবার টুইটবার্তায় মিমি লিখেছেন, অষ্টমীর সন্ধ্যায় আমার ঠাকুরদা মারা গেছে।

আমার গোটা পরিবার শোকাহত। ঠিক এরকম সময় আজ সকালে শুনলাম আমি নাকি গোয়াতে ছুটি কাটিয়ে এসেছি।
তিনি বলেন, যারা আমাকে বদনাম করার চেষ্টা করছে তাদের ধন্যবাদ। তারা এটা ভুলে যাচ্ছে যে, আমার একটা পরিবারও রয়েছে। এটা ব্যাড জার্নালিজম। এটা আমার ব্যক্তিগত জীবন। এর মধ্যে ঢোকার দরকার নেই। একটি সংবাদপত্র আমার গন্তব্য ঠিক করে দিতে পারে না।

ad

পাঠকের মতামত