175855

শাকিব জানালেন অপুর মতো অনেকেই চলচ্চিত্র ফোরামে কেন নেই? (ভিডিও)

চলচ্চিত্রে আরো এক সংগঠন, চলচ্চিত্র ফোরাম। সোমবার (২ অক্টোবর) শুরু হলো এর যাত্রা।রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় নায়িকা মৌসুমী ও নুসরাত ফারিয়া।

নতুন এই সংগঠনের সভাপতি প্রযোজক নাসিরউদ্দিন দিলু আর সাধারণ সম্পাদক পরিচালক কাজী হায়াৎ। চলচ্চিত্র ফোরামের সদস্য সংখ্যা ২০০’র উপরে। মূল কমিটিতে থাকছেন ২৭ জন। এর মধ্যে ১১ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে শাকিব খান হচ্ছেন সর্বশেষ কার্যনির্বাহী সদস্য। সমাজকল্যাণ অধিদফতর থেকে সংগঠনটির নিবন্ধন করা হয়েছে। প্রথম কমিটি তিন বছর ক্ষমতায় থাকতে পারবে, এরপর প্রতি দু’বছর পর পর নির্বাচন দিতে হবে।

চলচ্চিত্র ফোরামের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান শাকিব খান, সুবর্ণা মুস্তাফা, মেহের আফরোজ শাওন, ওমর সানি, সৌদ, সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকেই।

নতুন এই সংগঠন নিয়ে শাকিব খান বলেন, ‘চলচ্চিত্রে যারা বর্তমানে কাজ করছে, যাদের উপর আজ চলচ্চিত্র নির্ভর করছে তাদের জন্যই এই সংগঠন।’ শাকিব খানের এমন বক্তব্যে এটা স্পষ্ট যে, যারা বর্তমানে নিয়মিত কাজ করছেন না তাদের কেউ থাকছে না এই সংগঠনে। অনেকেই মনে করছেন এর ফলে বাদ পড়েছেন অপু বিশ্বাসসহ অনেকেই।

এসময় নায়িকা মৌসুমী বলেন, ‘গোটা চলচ্চিত্রের ভালো কিছুর প্রত্যাশায় চলচ্চিত্র ফোরাম গঠন করা হয়েছে। এটা কারো একার স্বার্থ উদ্ধারের সংগঠন নয়। আমরা সবাই চলচ্চিত্রের উন্নতি চাই। চলচ্চিত্র বাঁচলে, শিল্পীরা বাঁচবে, সিনেমা হল বাঁচবে। আমাদের মধ্যে আগামীতে আর কোনো দলাদলি হবে বলে আমি মনে করি না।’

https://youtu.be/6Mb8AYGpQ4w

ad

পাঠকের মতামত